ইসির সংলাপে জাতীয় পা‌র্টি

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ১১:২২ এএম

মেহেদী হাসান হাসিব, নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আজ শেষ‌দি‌নের সংলা‌পে জাতীয় পা‌র্টির (জাপা) স‌ঙ্গে ব‌সে‌ছে নির্বাচন ক‌মিশন (ই‌সি)। রবিবার (৩১ জুলাই)  সকাল ১১টায় সংস্থা‌টির স‌ম্মেলন ক‌ক্ষে এ সংলাপ শুরু হয়। জাপার মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নুর নেতৃ‌ত্বে দল‌টির ১৩ সদস্য ই‌সির স‌ঙ্গে আ‌লোচনায় ব‌সে‌ছেন। প্রধান নির্ব‌াচন ক‌মিশনার কাজী হা‌বিবুল আউয়াল সংলা‌পে সভাপ‌তিত্ব কর‌ছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের কর্মপদ্ধ‌তি ঠিক কর‌তে গত ১৭ জুলাই থে‌কে সংলাপ শুরু ক‌রে‌ছে ইসি। এখন পর্যন্ত জাপাসহ ২৭টি দল ইসির ডা‌কে সাড়া দি‌য়ে‌ছে। ইসি ও নির্বাচন ব্যবস্থায় অনাস্থা এবং তত্ত্বাবধায়ক সরকা‌রের দা‌বি তু‌লে এই সংলা‌পে অংশ নেয়‌নি বিএন‌পিসহ নয়‌টি দল। অংশ না নেওয়া অন্য দলগু‌লো হ‌লো সংলাপে অংশ নেয়নি বাসদ, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমল, বাংলাদেশ কল্যাণ পার্টি, জেএসডি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, ও বিজেপি। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে পরবর্তীতে সময় চেয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: