দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ রক্ষায় রবিবার (৩১ জুলাই) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে টাইগার একাদশে তেমন কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। তবে প্রথম ম্যাচে পেসারদের হতাশার পারফরম্যান্সে ছিটকে যেতে পারেন তাসকিন আহমেদ অথবা মুস্তাফিজুর রহমান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
প্রথম টি-টোয়েন্টিতে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে তাই স্পিনারের দিকে ঝোঁকার সম্ভাবনা টিম ম্যানেজমেন্টের। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পেসারদের নির্বিষ বোলিং টাইগারদের হারের বড় কারণ। হারারের ব্যাটিং উইকেটে প্রতিপক্ষের ব্যাটারদের রান টেনে ধরতে পুরোপুরি ব্যর্থ অভিজ্ঞ পেসার মুস্তাফিজ ও তাসকিন। বিদেশের মাটিতে আরও একবার ব্যর্থ হয়েছেন কাটার মাস্টার।
এদিকে পরিবর্তন আসতে পারে ব্যাটিং অর্ডারেও। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় কাটা পড়তে পারেন এনামুল হক বিজয় কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত। গুঞ্জন আছে মুনিম শাহরিয়ারকে বসিয়ে অভিষেক করানো হতে পারে পারভেজ ইমনকেও। দ্বিতীয় ম্যাচে যে টাইগার দলে পরিবর্তন আসছে তা বলাই যায়। হারারেতে এ ম্যাচ হারলেই সিরিজ হারবে সফরকারীরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর তিনটি ওয়ানডে খেলবে দু'দল।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: