ডোমার উপজেলা আ.লীগের সম্মেলন চলছে

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ০৩:৪৩ পিএম

নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে। দীর্ঘ ৯বছর বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার (৩১ জুলাই) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সম্মেলন উপলক্ষে ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে করা হয়েছে বিশাল প্যান্ডেল। পোষ্টার, ফেষ্টুন, ব্যানারে ছেয়ে গেছে গোটা এলাকা।

সম্মেলনে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন হতে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। দুপুর ১২টার মধ্যে কানায় কানায় ভরে উঠে সম্মেলনস্থল। প্যান্ডেলের ভেতরে জায়গা না হওয়ায় প্যান্ডেলের বাইরে অবস্থান নেয় নেতা কর্মীরা। দুপুর প্রায় পৌনে দুটায় সম্মেলনস্থলে আসেন অতিথিবৃন্দ। অতিথিবৃন্দ প্রথমেই পতাকা উত্তোলন ও সম্মেলনের উদ্বোধন করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক। ডোমার উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য, সাবেক এমপি হোসনেআরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি সফুরা বেগম রুমী ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সম্মেলনের উদ্বোধন করেন, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: