মাল্টা চাষে লাখ টাকার স্বপ্ন হিমেলের

শফিকুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে: মাল্টা চাষে রঙিন স্বপ্ন বুনছেন তরুণ উদ্যোক্তা হিমেল আহম্মেদ। প্রথমে পরীক্ষা মূলকভাবে বাড়ির আঙিনায় ৩০ শতাংশ জমিতে প্রায় ৬০টি চারা লাগিয়ে শুরু করেন তিনি। সবুজ মাল্টায় লাখ টাকার স্বপ্ন দেখছেন তরুণ এই কৃষক।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামের তরুণ এই উদ্যোক্তার বাগানে গিয়ে দেখা যায়, শখ করে তিনি বাড়ির আঙিনায় প্রায় ৩০টি জাতের ফলের চারা রোপণ করেছেন। প্রায় ৩০ শতাংশ মাল্টা বাগানে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। প্রতি কেজি মাল্টা বিক্রি করছেন ৭০ টাকা। এ বছর কয়েক লাখ টাকার মাল্টা ও ড্রাগন বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
তার মধ্যে রয়েছে, মাল্টা (বারি-১, বারি-২), ড্রাগন- (লাল, হলুদ, বেগুনী), থাই ও চায়না কমলা, ত্বীনফল, লটকন, বেলি বেল, থাই জাম্বুরা, পেয়ারা, লেবু, কলা, চালতা, আমলকী, কামরাঙা, আমড়া, অগ্নিশ্বর কলা, বুম্বাই আখ ও কাশ্মীরী কমলাসহ দেশি জাতির অন্যান্য ফলের গাছ। তরুণ উদ্যোক্তা হিমেল আহম্মেদ বলেন, আগে এ জমিতে লেবু লাগানো হয়েছিল । লেবুর বাজার মন্দা থাকায় গাছ কেটে ড্রাগন ও মাল্টা বাগান শুরু করি। সুস্বাদু মিষ্টি ও রসালো মাল্টা চাষ করায় রীতিমতো এলাকায় হৈ চৈ পড়ে গেছে। সবার দৃষ্টি এখন মাল্টা বাগানের দিকে। অনেকেই মাল্টা চাষে ঝুঁকছেন।
তিনি আরও বলেন, দুই বছর আগে শখ করে বাড়ির আঙিনায় বিভিন্ন ফলের পাশাপাশি মাল্টা চাষ শুরু করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। গত বছর ৫০ হাজার টাকার মাল্টা বিক্রি করেছি। এ বছর দেড় দুই লাখ টাকার মাল্টা বিক্রি করতে পারবো। এই দাবদাহে তাজা, বিষমুক্ত, সুমিষ্ট সবুজ মাল্টার বেশ কদর রয়েছে। বিদেশ থেকে আনা কমলা, মাল্টা, আপেল ও বেদানার সঙ্গে বেশ পাল্লা দিয়েই চাহিদার শীর্ষে এখন দেশিয় টাটকা মাল্টা। ক্রেতা-দোকানির কাছে আমদানি করা হলুদ রঙের চেয়ে সবুজ মাল্টার কদর বেশি।
ঘাটাইল উপজেলা কৃষি অফিসার মোছা. দিলশাদ জাহান বলেন, পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে মাল্টার চাষ বেড়েছে। আমরা চাষিদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। চারা লাগানোর এক বছরের মধ্যে গাছে ফল ধরে। অধিকাংশই বারি জাতের মাল্টা চাষ করছেন। এটি অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: