প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহাদুল ইসলাম সাজু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এক হাজার পিচ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

   
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, ১ আগস্ট ২০২২

মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলা শহরের আরামনগর এলাকা থেকে রবিবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ডিবি’র উপপরিদর্শক আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হচ্ছেন জেলা শহরের আরামনগর মহল্লার বাসিন্দা বকুল হোসেন সাবু (৪৩) ও সদর উপজেলার বাকিলা চৌধুরী পাড়ার সুলতান মাহমুদ চৌধুরী (৪২)। বকুলের বাড়িতে আমদানী নিষিদ্ধ মাদক ইয়াবা কেনাবেচা হচ্ছে গোপনে এমন খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১০ টায় অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

এ সময় এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ বকুল ও সুলতানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে এবং বকুল ও সুলতানের বিরুদ্ধে ৫টি করে ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান, ডিবি’র উপ পরিদর্শক আমিরুল ইসলাম।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: