জেসিআই ঢাকা পাইওনিয়ার-এর প্রথম জিএমএম অনুষ্ঠিত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা পাইওনিয়ার চ্যাপ্টার-এর প্রথম জিএমএম অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় জেসিআই বাংলাদেশের কার্যালয়ে ঢাকা পাইওনিয়ার-এর জিএমএম(জেনারেল মেম্বার মিটিং) অনুষ্ঠিত হয়।
উক্ত জেনারেল মেম্বার মিটিং এ বোর্ডে নতুন দায়িত্বপ্রাপ্ত ৪ জনকে শপথ বাক্য পাঠ করান জেসিআই ঢাকা পাইওনিয়ার চ্যাপ্টার-এর ফাউন্ডার প্রেসিডেন্ট ইলিয়াস মোল্যা। লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল-শাহারীয়ার, লোকাল ভাইস প্রেসিডেন্ট মোঃ তাজবীর হোসাইন, লোকাল ট্রেজারার মিথুন মোদক এবং লোকাল ডিরেক্টর হিসেবে শপথ গ্রহণ করেন তৌহিদুল ইসলাম। জেসিআই ঢাকা পাইওনিয়ার ২০২২-এর দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন—লোকাল সেক্রেটারি জেনারেল দারা আব্দুস সাত্তার, লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সিল শাহানা জাহান, লোকাল ডিরেক্টর মো. শিহাবউদ্দৌলা তালুকদার।
অনুষ্ঠানে জেসিআই ঢাকা পাইওনিয়ার-এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালমা, সুলতানা রাজিয়া লাকি, নাদিয়া, ফারিয়া, রাব্বি সিদ্দিক, মনি, রাফি, রাহুল, জোবায়ের, মীমসহ অন্যান্য সকল সদস্য।
সভাপতির বক্তব্যে জেসিআই ঢাকা পাইওনিয়ার চ্যাপ্টার-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস মোল্যা তার বক্তব্যে বলেন, সকলের সহযোগিতায় ভালো কিছু করার অপেক্ষায় আমরা। জেসিআই ঢাকা পাইওনিয়ার কোয়ালিটি মেম্বার প্রত্যাশা করে। যারা টিমে আছে এবং আসবে, তারা যেন সক্রিয়ভাবে কাজ করে এই চ্যাপ্টারকে সকল দিক থেকে সমুন্নত রাখে এটাই আমার কাম্য।
জেসিআই ঢাকা পাইওনিয়ার-এর প্রথম জেনারেল মেম্বার মিটিং এ জেসিআই ক্রিড, মিশন, ভিশন পাঠ করেন সুলতানা রাজিয়া লাকি। বাজেট পেশ করেন লোকাল ট্রেজারার মিথুন মোদক। প্লান অফ একশন তুলে ধরেন লোকাল সেক্রেটারি জেনারেল দারা আব্দুস সাত্তার। আপকামিং ইভেন্ট নিয়ে আলোচনা করেন লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আল-শাহারীয়ার। জেসিআই ঢাকা পাইওনিয়ার চ্যাপ্টার-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস মোল্যা একে একে সকল বোর্ড মেম্বারদের হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন। ন্যাশনাল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং জেসিআই ঢাকা পাইওনিয়ার এর মেন্টর কাজী ফাহাদকে সন্মাননা স্মারক প্রদান করেন পাইওনিয়ার-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস মোল্যা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এজাজ মোহাম্মাদ, ন্যাশনাল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এম কামরুল চৌধুরী, ন্যাশনাল বোর্ডের ডিরেক্টর রেজওয়ান রহমান, ন্যাশনাল বোর্ডের ডিরেক্টর নাহিদা আক্তার, জেসিআই ঢাকা হেরিটেজ প্রেসিডেন্ট ফজলে মুনিম প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: