বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

প্রকাশিত: ০১ আগষ্ট ২০২২, ০৬:২৮ পিএম

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: তীব্র দাবদাহে পর প্রশান্তির বৃষ্টির, জনজীবনে স্বস্তি এবং কৃষকের মুখে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে এ বৃষ্টি। কয়েকদিন ধরে থেমে বৃষ্টি হলেও রবিবার সকাল থেকে গুঁড়িগুড়ি বৃষ্টি এবং বিকেল থেকে রাত অবধি অঝোর ধারায় বৃষ্টি তীব্র দাবদাহের তীব্রতা কমিয়ে জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। আল্লাহর রহমতের এ বৃষ্টি বর্তমান আমন চাষে উপযোগী হলেও এবং অতিরিক্ত গরমে জনগণ যখন দূর্বিসহ জীবন-যাপন করছিল এ বৃষ্টি জনমনে শান্তি এনে দিয়েছে। কিন্তু তারপরেও বিপত্তি ঘটেছে।

গত রবিবারের প্রচন্ড বৃষ্টিপাতে রহনপুর পৌর এলাকার হুজরাপু্র মহল্লার প্রায় ৫ টি বাড়িতে পানি উঠে যাওয়ার কারণে সেসব পরিবারের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে হুজরাপুর মডেল একাডেমী। বৃষ্টির পানিতে বিদ্যালয় চত্বর তলিয়ে গেছে। শ্রেণীকক্ষে হাঁটু সমান পানি ঢুকে শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত ঘটেছে। কারণ অনুসন্ধানে সরজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের পাশে নিচু যায়গাটি স্থানীয় বাইরুল সহ কয়েকজন ব্যক্তি ক্রয় করে মাটি ভরাট করার কারণে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে গেছে। স্কুল কর্তৃপক্ষ তাদেরকে পানি নিষ্কাশনের যায়গা দেয়ার জন্য বারবার বললেও তাঁরা কর্ণপাত করেনি।

এ প্রসঙ্গে কথা হয় হুজরাপুর মডেল একাডেমীর প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সাথে কথা হলে। তিনি বলেন, পাশ্ববর্তী জমিতে উঁচু করে মাটি ভরাট করার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্কুল প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্কুলের জলাবদ্ধতার বিষয়টি আমি লিখিত আকারে উপজেলা নিবার্হী কর্মকর্তা, রহনপুর পৌর মেয়র ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ইতিমধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।

এদিকে হুজরাপুর মহল্লার বাসিন্দা আদরি বেগম এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, পাশ্ববর্তী জমিটি যখন উঁচু করে ভরাট করে তখন বৃষ্টির পানিতে জলাবদ্ধতার আশংকায় আমরা তাদেরকে নিষেধ করেছিলাম। কিন্তু তাঁরা শুনেনি। তাঁরা জোরপূর্বক মাটি ভরাট করেছে।

অপরদিকে রহনপুর বাজার অভিমুখী রাস্তায় স্লুইসগেট সংলগ্ন পৌরসভার একমাত্র শিশুপার্কটির বসার স্থানগুলো বৃষ্টির পানির কারণে মাটিতে দেবে গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ফেরদৌসী বেগম জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে বিষয়টি জানিয়েছেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কথা হয় রহনপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মতিউর রহমান খাঁন এর সাথে। তিনি বলেন, বিদ্যালয়টি সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও পৌর নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব শিঘ্রই পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর শিশুপার্কে মাটিতে দেবে যাওয়ার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সহযোগীতায় খুব দ্রুত সংস্কার করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন, বিদ্যালয়ে পানি জলাবদ্ধতার বিষয়টি আমি শুনেছি। খুব শিঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: