শিক্ষা উপমন্ত্রীর আশ্বাসে চবি আন্দোলন সাময়িক স্থগিত

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি পুনর্বিবেচনায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের আশ্বাসে সাময়িক স্থগিত করা করেছে পদবঞ্চিতদের আন্দোলন। মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আসে এ ঘোষণা।
মঙ্গলবারও সকালে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করে ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রাখেন। আর তাতে বন্ধ থাকে ক্লাস-পরীক্ষা, শাটল ট্রেন।
আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্য ও ত্যাগীদের বাদ দিয়ে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন বিতর্কিতরা। এর মধ্যে অনেকে অছাত্র, অনেকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত। পদ নিয়ে বাণিজ্যের অভিযোগও তোলেন বঞ্চিতরা।
গত রবিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর রাতেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন পদবঞ্চিতরা।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৭ জুলাই সর্বশেষ চবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর দুই দফায় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সবশেষ ২০১৭ সালের ৬ ডিসেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয় এ পূর্ণাঙ্গ কমিটি। ১৯ মাস পর ২০১৯ সালের ১৫ জুলাই চবি ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে রেজাউল হক রুবেলকে শাখা ছাত্রলীগের সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। দুই সদস্যের কমিটি দেয়ার ৩ বছর ১৬ দিন পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে চবি ছাত্রলীগ।
ইমদাদ/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: