ভাঙ্গায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ আগষ্ট ২০২২, ০৭:২১ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে ৫ আগস্ট জাতির জনকের জেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে ব্রিফ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা আবাসিক প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম. হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা, উপজেলা, মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন সদস্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ, ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহসিন উদ্দিন ফকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার প্রমুখ।

প্রস্তুতি সভার আগে উপজেলার অফিসার্স ক্লাব আয়োজিত ৬ কর্মকর্তার বিদায় জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। ভাঙ্গা উপজেলা থেকে যে অফিসার গণ বিদায় নিয়েছেন; উপজেলা সহকারী কমিশনার ভূমি এস.এম মোস্তাফিজুর রহমান, উপজেলা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা নির্বাচন অফিসার মনজুরুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোল্লা মামুন ও উপজেলার পূবালী ব্যাংক ম্যানেজার মোঃ ফিরোজ।

১৫ আগস্টজাতীয় শোক দিবসের প্রস্তুতি সভার পরে ভাঙ্গা বিদ্যুৎ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা আবাসিক প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিভাগের বর্তমান অবস্থার কথা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: