ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে লাইফ সাপোর্টে থাকা ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২২, ০৫:৪১ পিএম

আরিফ হোসেন, ভোলা থেকে: ভোলায় পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের সময় গুরুত্বর আহত হয়েছেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। ঢাকার গ্রীণ রোড কমফোর্ট হাসপাতালে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ বুধবার (৩ আগস্ট) বিকাল ৩টার দিকে তিনি মৃত্যু বরন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর ছাত্রদলের নির্বাহী সদস্য মহসিন সবুজ।

এর আগে ৩১ জুলাই ঘটনার দিন আঃ রহিম নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হন। এ নিয়ে ভোলায় পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২ নেতা নিহত হন।

উল্লেখ্য, দেশজুড়ে লোডশেডিং ও জ্বালানিখাতে অব্যবস্থাপনার প্রতিবাদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার (৩১ জুলাই) জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনার দিন একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: