দলের কর্মীরাই রাজনৈতিক শক্তি: এমপি বাবু

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২২, ০৭:৪৪ পিএম

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) থেকে: সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, দলের আদর্শিক নেতা- কর্মীর বড় অভাব। লেবাসধারী আওয়ামী লীগ আছে অনেক। আওয়ামী লীগ অনেকে করেন, কিন্তু ঘুরে দাঁড়ানো লোকের অভাব। দলের কর্মীরাই রাজনৈতিক শক্তি। ঘরের পাহারাদার আগে ঠিক করতে হবে। এমপি বাবু দলের কমিটি প্রসঙ্গে বলেন, নবীন ও প্রবীনের সমন্বয় করে সকল সংগঠনকে মজবুত করতে হবে। দলের মধ্যে অনেকে রয়েছেন ঘাপটি মেরে, তারা সুযোগ সন্ধানী। দলের নেতা হতে হলে তাকে কর্মীবান্ধব হতে হবে।

শত্রু অনেক থাকার চেয়ে একজন মিত্র থাকায় শ্রেয়। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। তাহলে বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে। তিনি দলের সকলকে একসাথে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বুধবার সকালে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আ’লীগের উদ্যোগে আগামী ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর আ’লীগের আহবায়ক ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর

পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এস এম রেজাউল হক,প্রভাষক আব্দুল ওহাব বাবুল, প্রভাষক মশিয়ার রহমান, পৌর কাউন্সিলর রাফেজা খানম, ওয়ার্ড আ’লীগের মধ্যে সুজন কুমার সানা, আঃ বারিক গাজী, বীরমুক্তিযোদ্ধা আঃ গফুর গোলদার, শ্যামপদ মন্ডল, মোঃ আজিজ গোলদার, মোঃ নজরুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী, পৌর মহিলা লীগের শেখ জুলি, যুবলীগের সাধারন সম্পাদক জগদীশ রায়, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: