সরিষাবাড়ীতে বজ্রপাতে অটোরিক্সা চালকের মৃত্যু, আহত ২

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২২, ০৮:০৯ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ২ মহিলা আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বটিকামারী পূর্বপাড়া গ্রামের অটোরিক্সা চালক দুই সন্তানের জনক তারা মিয়া (৪৫) নিজের বাড়ীর বারান্দায় কাজ করছিলেন। বুধবার দুপুরে বজ্রপাতে তিনি ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন বলে জানাগেছে। বজ্রপাতে নিহতের স্ত্রী সীমা বেগম (৩৫) ও একই গ্রামের আব্দুল মজিদ এর স্ত্রী মমতাজ বেগম (৪০) আহত হয়। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের ভর্তি করা হয়েছে। নিহত তারা মিয়া বাটিকামারী পুর্ব পাড়া গ্রামের মৃত আব্দুল খালেকএর পুত্র।

এ ব্যাপারে আওনা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন জানান, নিজ বাড়ীর বসত ঘরের বারান্দায় দাডিয়ে থাকাবস্থায় বৃষ্টির সাথে বজ্রপাতে তারা মিয়া মারা গেছে এবং দুই জন মহিলা আহত হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: