ছাত্রদল নেতা নূরে আলমের জানাজা বৃহস্পতিবার

প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২২, ১০:৩৭ পিএম

ভোলায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের নামাজে জানাজা বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, নূরে আলমের মরদেহ বিকেলে নয়াপল্টনের কার্যালয়ের সামনে নিয়ে ৬টায় জানাজা হওয়ার কথা থাকলেও হয়নি। লাশের ময়না তদন্তের জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ গ্রহণের পর বৃহস্পতিবার জানাজা হবে। এরআগে গত রবিবার (৩১ জুলাই) লোডশেডিং ও বিদ্যুতের অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সেখানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ গুলি ছুড়লে ওই দিন ঘটনাস্থলে সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম মারা যান। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে ঢাকার কমফোর্ট হাসপাতালে বুধবার বিকেল মারা যান।

ছাত্রদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নয়াপল্টন কার্যালয়ের সামনে নেতাকর্মীরা বিক্ষোভ করে। এ ব্যাপারে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি জানান, রাত সাড়ে আটটা পর্যন্ত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। পরে অনেকে চলে গেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: