ভোলায় চলছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২২, ০৯:১৮ এএম

বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিহতের ঘটনায় জেলায় চলছে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতা-কর্মীরা। সকাল থেকেই রিকশা ,অটোরিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন বন্ধ রয়েছে। ভোলা শহরে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।

গতকাল জেলা বিএনপি নেতারা হরতালের ডাক দেন। ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, গুলি চালিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না। গুলি চালানোর ঘটনায় দোষী পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবিও জানান হরতাল সমর্থকরা।

এদিকে, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুকে কেন্দ্র করে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতরের দায়িত্বে থাকা আজিজুল হক সোহেল প্রেরিত এক বার্তার মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়।

প্রসঙ্গত, বুধবার রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরে আলম। গত ৩০ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিনই আব্দুর রহিম নামের স্থানীয় এক যুবদল নেতা নিহত হন এবং ৬ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ৫০ জন আহত হন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: