ডিএসসিসি বাজেট ঘোষণা আজ

প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২২, ০৯:৫৬ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর পর থেকে গত দুই অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। সম্প্রতি করপোরেশনের তৃতীয় বাজেটও অনুমোদন হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করতে যাচ্ছে ডিএসসিসি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জমান জানিয়েছেন, বৃহস্পতিবার নগরভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। সেই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব কাউন্সিলর, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তাদের উপস্থিত থাকতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এ বিষয়ে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২২-২৩ অর্থবছরের ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৬ জুলাই নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয় সেই সভায়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত করপোরেশন সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট ১ হাজার ৯২৩ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। অথচ ২০২১-২২ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছিল ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকা। এছাড়া ২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল। এ অবস্থায় এবার ২০২২-২৩ অর্থবছরে ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংস্থাটি। যা আগামীকাল বাজেট হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: