নন্দীগ্রামে শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালিত

প্রকাশিত: ০৫ আগষ্ট ২০২২, ০৩:০০ পিএম

বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সহসভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি নন্দীগ্রাম জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ। পরে গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে শেখ কামালের জম্মদিনের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: