সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৫ আগষ্ট ২০২২, ০৬:০২ পিএম

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জামালপুরের সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন আলাদা আলাদা ভাবে এ কর্মসূচী পালন করে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতীক কৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুক্রবার (৫ আগষ্ট) দুপুরে প্রিন্সিপাল বাস ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমানএর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ সময় বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নৌকা প্রতিকের সম্ভাব্য প্রার্থী তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর মেয়র মনির উদ্দিন, যুগ্ম সম্পাদক এম. এ গনি, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম, সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামস উদ্দিন, সাতপোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় আরোও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর, সরিষাবাড়ী সরকারী পাইলট গালস স্কুল এ্যান্ড কলেজেএর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, পৌর আওয়ামীলীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: