ওয়ানডেতে সেই সিকান্দার রাজার কাছেই হারল বাংলাদেশ

প্রকাশিত: ০৫ আগষ্ট ২০২২, ০৯:৩৫ পিএম

প্রথম টি-টোয়েন্টিতে সিকান্দার রাজার কাছেই রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফরম্যাট পরিবর্তন ঘটলেও দৃশ্যপটের পরিবর্তন ঘটলো না মোটেও। হারারেতে প্রথম ওয়ানডেতে আবারও সেই সিকান্দার রাজার কাছেই লজ্জাজনক হারের মুখ দেখতে হলো টাইগারদের।

হারারেতে আগে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩০৩ রানের পুঁজি পায় সফরকারীরা। ৩০৪ রান টপকাতে হলে রেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে। টাইগারদের বিপক্ষে ২৬১ রানের বেশি করে জয়ের রেকর্ড ছিল না তাদের। নিজেদের দিনে রাজা আর কাইয়ার শতকে রেকর্ড গড়েই জিতল তারা। ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে ৯ বছর বা ১৯ ম্যাচ পর বাংলাদেশের বিপক্ষে জয় পেল জিম্বাবুয়ে।

ছক্কা মেরে ম্যাচ শেষ করেন রাজা। ১০৮ বলে ৮ বাউন্ডারি আর ৫ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ১৩৫ রানে। অন্যদিকে ১২২ বলে ১১ চার আর ২ ছক্কায় জিম্বাবুইয়ান ব্যাটার ইনোসেন্ট কায়া খেলেন ক্যারিয়ারসেরা ১১০ রানের ইনিংস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: