বৈঠকে বসেছেন লঞ্চের মালিকরা

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২২, ০১:০২ পিএম

দেশের বাজারে শনিবার (৬ আগস্ট) থেকে বেড়েছে জ্বালানি তেলের দাম। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে দাম বেড়েছে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা এবং পেট্রলে বেড়েছে ৪৪ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রল ১৩০ টাকায় কিনতে হবে।

এদিকে তেলের দাম বৃদ্ধির পর ভাড়া সমন্বয়ের জন্য শনিবার (৬ আগস্ট) সকালে লঞ্চ মালিকরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন। লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বৈঠকে আলোচিত এজেন্ডা নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বসবে শিগগিরই। তবে বৈঠক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

উল্লেখ্য, দাম বাড়ার আগে খুচরা বাজারে প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকায় বিক্রি হচ্ছিলো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: