চট্টগ্রামে গণপরিবহন না চালানোর সিদ্ধান্ত প্রত্যাহার

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২২, ০২:১৩ পিএম

চট্টগ্রামে গণপরিবহন না চালানোর সিদ্ধান্ত বিআরটিএ’র এর অনুরোধে প্রত্যাহার করেছে বাস মালিকপক্ষ। আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

এর আগে  দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে শনিবার (৬ আগস্ট) সকাল থেকে চট্টগ্রামে গণপরিবহণ না চালানোর ঘোষণা দিয়েছিলো চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ। শুক্রবার দিবাগত রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মূলত বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার । শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তের পরই চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: