ঢাকা ছাড়লেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭ আগষ্ট ২০২২, ১১:৩৫ এএম

ঢাকা ছেড়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রবিবার (৭ আগস্ট) পৌনে ১১টার দিকে একটি বিশেষ বিমানে করে তিনি চীনের উদ্দেশে ঢাকা ছেড়ে যান। তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর আগে রবিবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল পৌনে ৮টার দিকে বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

তারা দেড় ঘণ্টা ধরে বৈঠক করেন। বৈঠকে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বৈঠকে বসেন তাঁরা। তাঁদের বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানা জায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: