শেরপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৭ আগষ্ট ২০২২, ০৬:৪৯ পিএম

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে মনিকা আক্তার নামে ৭ বছরের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি কবিরাজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মনিকা ওই গ্রামের মন্ডল মিয়ার কন্যা।

জানা গেছে, মনিকা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। এতে তার স্বাভাবিক চলাফেরায় কষ্ট হতো। রবিবার দুপুরে তার বাবা অন্যের জমিতে কাজ করতে যায়। তার মা ও কৃষি কাজের জন্য মাঠে যায়। এসময় বাড়ির পেছনে বাঁশঝাড়ের কাছে গর্তের পানিতে পড়ে ডুবে যায় মনিকা। পরে আশপাশের লোকজন ওইখানে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, নিহত শিশুটি শারীরিক প্রতিবন্ধী। বাড়িতে কেউ না থাকায় মেয়েটি পানিতে ডুবে মারা যায়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: