জয়পুরহাটে স্ত্রী কে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২২, ০১:২৬ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা সংক্রান্ত মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার (৮ আগস্ট) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এই রায় ঘোষনা করেন। এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত স্বামী হচ্ছে জয়পুরহাট কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবুল কালামের ছেলে নাজিম উদ্দীন ওরফে করিম (৩২)। জয়পুরহাট আদালতের সরকারি কৌশলি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) জানান, কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামে ২০১৫ সালের ৬ মে সকালে নাজিম উদ্দীন প্রচার করেন তার স্ত্রী রওশন আরাকে (২৮) ডাকাতরা খুন করেছে। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন সেখানে গিয়ে জানতে পারেন স্বামী তার স্ত্রীকে খুন করেছেন।

ওই ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে ওই দিনই কালাই থানায় একজনকে আসামী করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বুলবুল ইসলাম ৫ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে ১২জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহনান্তে আদালত আজ এ রায় ঘোষনা করেন। মামলায় রাস্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), উদয় সিং (এপিপি) আর আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট হেনা কবির ও এড, রেজাউল করিম-১। জেলা কারাগারে আটক থাকার দিনগুলো বাদ দিয়ে বাকী সাজা খাটতে হবে মর্মে রায়ে উল্লেখ করেন বিচারক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: