নেত্রকোণায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২২, ০৩:২২ পিএম

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।

আজ সকাল ৯ টায় নেত্রকোণা মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, সুপার আকবর আলী মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম খান সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মকাণ্ড বিন্দুসহ বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীবৃন্দ।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: