সখীপুরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২২, ০৭:২৬ পিএম

টাঙ্গাইলের সখীপুরে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) শোভাযাত্রা, আলোচনা সভা ও হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, তথ্য আপা প্রকল্প ও জাতীয় মহিলা সংস্থার আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা খাতুন, ইউ আর সি হেলেনা পারভীন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইসরাত জাহান বিথী, সহকারী প্রোগ্রামার জান্নাতুল নাঈমা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: