রৌমারীতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২২, ০৯:০৫ পিএম

আবু সাইদ, রৌমারী (কুড়িগ্রাম) থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সোমবার (৮ আগস্ট) রৌমারী উপজেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভারপ্রাপ্ত), ৩নং বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের, ২নং শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ৪নং সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নের ৬জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: