ঢাবি অধিভুক্ত সাত কলেজে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২২, ০৩:৫১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল (শুক্রবার)। ওইদিন (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় পরীক্ষা শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের পরীক্ষা হবে ১২০ নম্বরের। সেখানে মূল পরীক্ষায় থাকবে ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর মোট ২০ নম্বর থাকবে।

বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন পড়েছে ৩৯ হাজার ৫৯১টি। বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা সাড়ে ৬ হাজার। প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় সাতজন শিক্ষার্থী।

জানা যায়, ঢাবি অধিভুক্ত রাজধানীর সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ আগস্ট, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ আগস্ট এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ আগস্ট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত হওয়ার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: