শেরপুরে নদী পাড় হতে গিয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২২, ০৮:৪৬ পিএম

শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবে কৃষক মোফাজ্জল হোসেন (৪৫) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার কাজাইকাটা এলাকার ব্রহ্মপুত্র শাখা মৃগী নদীতে এ ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল ওই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি কৃষি শ্রমিকের কাজও করতেন।

স্থানীয়রা জানান, নিহত মোফাজ্জল হোসেন মৃগী নদীর ওপারে আমন ধান চাষের জন্য জমি প্রস্তুত করছিলেন। সকালে ধানের চারা রোপণের কাজে নদী পার হওয়ার জন্য তিনি নদীতে সাঁতার দেন। এক পর্যায়ে মাঝ নদীতে ডুবে যান। পরে স্থানীয়রা মোফাজ্জল হোসেনের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, মোফাজ্জল হোসেন মৃগী নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় মাঝ পথে ডুবে মারা গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: