বগুড়ায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২২, ০৯:৩২ পিএম

গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত বগুড়া সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে, থানায় মামলা করায় অভিযুক্ত সুজনের পরিবার থেকে ধর্ষিতার পরিবারকে ‍ভয়ভীতি এবং হুমকি প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ষিতার স্বামী।

অন্যদিকে একই ঘটনায় সুজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় সোনাতলা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সুজন কুমার ঘোষকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, সোনাতলা উপজেলা শাখা, বগুড়া) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো এবং সেই সঙ্গে মেয়াদোত্তীর্ণ হওয়ায় সোনাতলা উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

ধর্ষিতার স্বামী জানান, সুজনের কথা না শুনলে স্বামী ও সন্তানদের হত্যা করা হবে এমন ভয়ভীতি দেখিয়েই জোরপূর্বক এতদিন ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। তার স্ত্রী অনেক দিন সহ্য করলেও অতিষ্ট হয়ে তাকে জানালে তারা পরামর্শ করে থানায় মামলা করে। থানা থেকে তাদের আশ্বাস দেয়া হয়েছে সুষ্ঠু বিচারের। তবে আজ সকালে অভিযুক্ত সুজনের মা এবং বড় ভাই তাকে বাড়িতে এসে শাসিয়ে গেছে। ভয়ভীতি দেখিয়ে গেছে এবং পাল্টা মামলা দেয়ার হুমকি দিয়ে গেছে। এরপর বিষয়টি তিনি পুলিশকে অবগত করেছেন বলে জানান।

সোনাতলা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী জানান, মামলার পর থেকেই তাকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে। তবে সে পলাতক থাকায় তাকে এখনও গ্রেফতার করা যায়নি। সোনাতলা থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে। এছাড়া আমাদের কাছে তথ্য আছে সুজনকে গ্রেফতারে র‌্যাব থেকেও চেষ্টা চালানো হচ্ছে।

এর আগে, গত মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতা সুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক গৃহবধূ সোনাতলা থানায় একটি মামলা দায়ের। তার স্বামী বগুড়া শহরের এক তেলের ডিপোতে শ্রমিকের কাজ করেন। কাজের সুবাদে তার স্বামীকে প্রতিদিন বাড়ি থেকে সকালে বের হতে হয় এবং ফেরেন রাতে। এ সুযোগে ছাত্রলীগ নেতা সুজন ওই গৃহবধূকে গত তিন বছর ধরে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ২৫ জুলাই ও তাকে ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানান। এছাড়া গত সোমবার (৮ আগস্ট) রাতে ওই গৃহবধূর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি আইডি থেকে ছাড়া হয়। ভিডিও ক্লিপে ওই গৃহবধূ তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করেন।

অভিযুক্ত সুজন কুমার ঘোষ সোনাতলা উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে। মা সন্ধ্যা রানী সোনাতলা সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: