পদ্মা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ০২:২০ পিএম

চাঁদপুরের পদ্মা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে চাঁদপুর নৌ- পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ডাকাতদের ব্যবহৃত স্পীডবোট তল্লাশি করে ও তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, বন্দুকের ৭ রাউন্ড গুলি, ৮টি রামদা, বিভিন্ন মডেলের ২০টি মোবাইল সেট, ১টি দা, ১টি স্ক্রুড্রাইভার, ১টি শাবল, ৫টি তেলের খালী ড্রাম, ১০লিটার পেট্রোল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মুন্সিগঞ্জের ভাসানচর গ্রামের মৃত সেরু মাঝির ছেলে আক্তার হোসেন (৩০), কান্দিপাড়া গ্রামের ইলিয়াস মুন্সির ছেলে ইকবাল মুন্সি ওরফে সুমন (২৮), কালিরচর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আবুল বাশার (২২), সোমা ঢালিকান্দি গ্রামের মোখলেছ দেওয়ানের ছেলে শাকিল দেওয়ান (২১), পিড়িঙ্গি বাজার কুটিপাড়া গ্রামের ইয়াছিনের ছেলে ইয়ামিন (১৯)।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান তার কার্যালয়ে আজ শুক্রবার প্রেস বিফ্রিং করে এসব তথ্য সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন, চাঁদপুরের পদ্মা নদীতে ডাকাতি হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে চাঁদপুর নৌ-পুলিশের একটি অভিযানিক দল আভিযান চালায়। আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছলে স্পীডবোটে থাকা ১২/১৩ জন নৌ ডাকাতকে দেখতে পায়। আভিযানিক দলটি ডাকাতদের ধরতে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ও আত্মরক্ষার্থে শর্টগান হতে ফাঁকা ফায়ার করে। পরে ডাকাতদল তীরে স্পীডবোট রেখে পালিয়ে গেলে রাতব্যাপী অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাতদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: