জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ০৬:৪০ পিএম

ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শুক্রবার (১২ আগস্ট) এমিরেটসের একটি বিমানে বিকেল সোয়া ৫টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টাইগাররা।

এবারের জিম্বাবুয়ে সফরটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন ছিল। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হেরেছে টাইগাররা। ট্রফি হাতে উদ্‌যাপন করেছে স্বাগতিক দল। জিম্বাবুয়ে হাসিমুখে এমন ফটোসেশন করবে, সিরিজ শুরুর আগে দলটির কজন ক্রিকেটারই-বা ভেবেছিল। ভুলতে বসা সিরিজ জয়ের এই উপলক্ষটা নিশ্চয়ই দীর্ঘদিন মনে রাখবে চাকাভা-সিকান্দার রাজারা।

জয়-পরাজয় খেলার অংশ। তবে বাংলাদেশের এই সিরিজ হার জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। ইনজুরির জন্য জিম্বাবুয়ে দলে ছিল না নিয়মিত অনেকেই। খর্ব শক্তির এই দলটার বিপক্ষেও রীতিমতো সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটিং-বোলিং বা ফিল্ডিং কোনোটাই হয়নি ঠিকমত। বাংলাদেশ স্কোয়াডেও ছিল ইনজুরি সমস্যা। তারপরও এমন হার প্রত্যাশিত ছিল না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: