নালিতাবাড়ীতে বিশ্ব হাতি দিবস পালন

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ০৭:৪০ পিএম

‘হাতি করলে সংরক্ষণ, রক্ষা পাবে সবুজ বন’ এই স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব হাতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে শুক্রবার (১২ আগস্ট) বিকেলে মধুটিলা ইকোপার্কে আলোচনা র‌্যালী ও সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ীর ইউএনও হেলেনা পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা
একেএম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ীর কৃষি সম্প্রসারন কর্মকর্তা মওদুদ আহমেদ, ওসি এমদাদুল হক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, ইলিফেন্ট রেসপন্স টিমের সদস্য লরেন্স দ্রং ও উমর আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম, শেরপুর সদর রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলম, রফিকুল ইসলাম, ইলিফেন্ট রেসপন্স টিমের সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: