নারায়ণগঞ্জের আলী হাসানের ‘ব্যবসার পরিস্থিতি’তে মজেছে নেট দুনিয়া

বাবা বৃদ্ধ হয়ে যাওয়ায় তাঁর ব্যবসার হাল ধরেছিলেন ফতুল্লার কুতুবপুর ইউপির কুসুমবাগের আলী হোসেন। তবে বিশ্বব্যাপী অর্থনীতির টালমাটাল অবস্থায় লোকসানে কবলে পড়েন তিনি৷ ফলে বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হন আলী। ব্যবসা ছেড়ে দিলেও গান ছাড়েননি তিনি। শেষমেশ নিজের ব্যবসার পরিস্থিতি নিয়েই গান লিখেছেন তিনি। ‘ব্যবসার পরিস্থিতি’ নামে তাঁর গানের এলবাম প্রকাশ্যে আসার পরেই তা রীতিমতো ভাইরাল।
কুতুবপুরের কুসুমবাগের তরুণ আলী হাসানের ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামের ‘ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিঁতিঁতিঁতিঁ,’ অথবা ‘টুক্কুর টাক্কুর সদাই বেঁইচা কয় টাকা কামাই’ গানটি আজ মুক্তির পাওয়ামাত্রই ব্যাপক সাড়া ফেলেছে। গানের কথা, সুর, লোকেশন- সবই যেন মন ছুঁয়েছে শ্রোতা-দর্শকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজদের অবস্থানের সাথে এই গানের মিল খুঁজে পেয়েছেন বলে মন্তব্যের ঘরে উল্লেখ করেছেন অনেকেই।
আশাতীত সাড়ায় উচ্ছ্বসিত আলি হাসান ও তার দলের সহকর্মীরা। এ ব্যাপারে আলি হাসান বিডি২৪লাইভকে বলেন, আসলে ব্যবসার মন্দাভাব দেখেই গানটি লিখতে উৎসাহিত হয়েছি। বেশ লম্বা সময় নিয়ে লেখা গানটিতে এতোটা সাড়া দেখে আমি আপ্লুত। এক দশকের বেশি সময় ধরে আলি র্যাপ অঙ্গনে জড়িয়েছেন৷ তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে প্রায়ই কনসার্ট বা র্যাপ গানের আসরে দেখা যায় তাকে। তবে তরুণ আলি হাসান ব্যবসার পরিস্থিতি আঁচ করে কাজের সন্ধানে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন৷ ইতোমধ্যে ওয়েল্ডিংয়ের কাজও রপ্ত করেছেন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: