শনিবার থেকে চা শ্রমিকদের অনিদির্ষ্ট কালের কর্মবিরতির ডাক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ১০:০৪ পিএম

দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে প্রতিদিন দুই ঘণ্টা করে টানা ৩ দিন কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। তার পরেও কোন সমাধান না পাওয়ায় শনিবার থেকে সারা দেশে একযোগে চা শ্রমিকরা অনিদির্ষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে।

জানা যায়, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে সারাদেশের চা বাগানে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। মঙ্গলবার, থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মৌলভীবাজারের ৯২টি বাগানসহ সারাদেশের ২৪১টি বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেছেন। কিন্তু এই তিন দিন কর্মবিরতি পালন করেও কোন ফলাফল না পাওয়ায় আগামিকাল শনিবার চা শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য সারাদেশের সব চা বাগানে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন সর্বস্তরের চা শ্রমিকসহ নেতারা।

চা-শ্রমিক ইউনিয়নের জুড়ী ভ্যালি কমিটির সভাপতি কমল চন্দ্র বুনার্জির সাথে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে ১২০ টাকা মজুরি হাস্যকর। এ টাকা দিয়ে চা শ্রমিকরা চাল কিনলে লবন কিনতে পারে না। এই অবস্থায় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির কারনে অনেক পরিবার অনাহারে থাকতে হচ্ছে। ছেলে-মেয়েদের পড়ালেখা করাতে পারছেন না। ফলে তাদের সন্তান দেশের সম্পদ না হয়ে বুঝা হচ্ছে বলে মনে করছেন। এ সময় তিনি আরোও বলেন, আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামিকাল থেকে সকল চা বাগানে একযোগে অনিদির্ষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: