দেশের মানুষ শান্তিতে আছে: রেলমন্ত্রী

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ১০:৫৮ পিএম

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের মানুষ শান্তিতে আছে, স্বস্তির মধ্যে রয়েছে। আজ শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্ব খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু এ সুযোগটা নিয়ে একটি মহল ও গোষ্ঠী চক্রান্ত ষড়যন্ত্র করছে। মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তৈরি করে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছিলেন আ স ম আবদুর রবরা। গণতন্ত্র মঞ্চের নামে তারা আবারও ষড়যন্ত্র করছেন। ৭ দলীয় জোটের নামে তারা ও তাদের দোসররা এক হচ্ছেন। এরা চিহ্নিত দেশের দুশমন। কাজেই আমাদের সাবধান হতে হবে।

প্রসঙ্গত, এরআগে আজ শুক্রবার সকালে সিলেটে এক সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে একটি পক্ষ প্যানিক ছড়ানোর জন্য এমন কথা বলছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: