এক অদম্যের নাম শাহনাজ

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২২, ১২:০৫ পিএম

ঘড়ি কাটা যখন সকাল ১১ টা। তখন বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিএনসিসির দুইজন ক্যাডেট হুইল চেয়ারে শাহনাজকে নিয়ে রুমে প্রবেশ করছেন। লালমাই এলাকার শাহনাজ এক অদম্য মেধাবীর নাম। জন্ম থেকে অন্য দশজনের চেয়ে আলাদা তিনি। ছোটবেলা থেকে হেঁটে কখনও স্কুল-কলেজে যেতে পারেননি তিনি। কিন্তু পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ ছিল তার। তাই অচল পা নিয়ে ২য় বারের মত সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে আসেন।

শনিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। পরীক্ষার শুরু হওয়ার আগে কথা হয় শাহনাজের সঙ্গে। এই সময় তিনি বলেন, আমি পড়াশোনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রথমবারের মতো পরিক্ষা দিয়ে ভর্তি হতে না পারায়, প্রবল ইচ্ছা নিয়ে দ্বিতীয় বারের মত পরিক্ষা দিতে আসলাম। আমি পড়াশোনা করে আমার মতো পিছিয়ে থাকা শারীরিকভাবে অপূর্ণাঙ্গদের নিয়ে কাজ করতে চাই।

শাহনাজ জানান, তিনি আমেনা গালর্স স্কুল থেকে এসএসসি পরিক্ষায় জিপিএ ৪.৪৪ এবং লালমাই সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৪.৭৫ পেয়েছেন। পড়াশোনার সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন হার না–মানা অদম্য মেয়েটি।

শাহনাজের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকে শাহনাজ পড়াশোনায় খুবই মনোযোগী। প্রবল ইচ্ছায় সে এতদূর আসতে পেরেছে। সেই পড়াশোনা জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ প্রথমবার হেরে গিয়েও হার শিকার না করে আবার আসলেন পরিক্ষা দিতে। আমাদের ইচ্ছে এই অদম্য মেয়েটি যেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: