ফেনীতে নির্ভীক ইয়ুথ সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধীকে অটোরিকশা প্রদান

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২২, ০৮:১৯ পিএম

কামরুল হাসান নিরব, ফেনী থেকে: ফেনীতে মিজানুর রহমান নামে একজন শারিরীক প্রতিবন্ধীকে অটোরিকশা প্রদান করেছে নির্ভীক ইয়ুথ সোসাইটি ও মস্কো বেকার্স। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অটোরিকশাটি তুলে দেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।

এসময় ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসগর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোমেনা আক্তার, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি, লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির প্রেস সচিব ও নির্ভীক ইয়ুথ।

সোসাইটির চেয়ারম্যান জাফর সেলিম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও দৈনিক সময়ের আলোর ফেনী জেলা প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী, মস্কো বেকার্সের ব্যবস্থাপনা পরিচালক এমইউবি ফয়সাল, আরবান ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আরমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জিয়া উদ্দীন সোহাগ, দৈনিক বাংলাদেশ বুলেটিন ফেনী প্রতিনিধি সাদ্দাম হোসেন গনী, দৈনিক আজকের সংবাদ জেলা প্রতিনিধি এম. নাসির উদ্দিন সাপ্তাহিক ফেনীর শক্তি বার্তা সম্পাদক ওমর ফারুক, ডাঃ মোহাম্মদ ইলিয়াস ও ফেনীর রুপান্তর নির্বাহী সম্পাদক রাজীব মাসুদ। এছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। মিজানুর রহমানের বাড়ী পরশুরাম উপজেলার মালিপাথার গ্রামে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: