টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ রাশেদ খান মেনন, টাঙ্গাইল থেকে: টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ আগস্ট) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় টাঙ্গাইলে বাল্য বিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, জেলা সড়ক নিরাপত্তা, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা সংক্রান্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান নিরোধসহ জেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. মোহাম্মদ আতাউল গনি ‘র সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন খান, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, যু্গ্ম পরিচালক এনএসআই, কোম্পানী কমান্ডার র্যাব-১২, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানগন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা’সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: