পাঁচ দিনের ব্যবধানে নৌ পুলিশের অভিযানে নয়টি ভারতীয় গরু জব্দ

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২২, ০২:৫৫ পিএম

জি এম মাছুম বিল্লাহ, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: শ্যামনগর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত রায়মঙ্গল নদীর কচুখালীর চর থেকে নয়টি ভারতীয় গরু জব্দ করেছে রায়নগর নৌ-পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সটকে পড়েন পাচারচক্রের সদস্যরা। সোমবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে সুন্দরবনের ভেতর দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এই সমস্ত গরু আটক করা হয়।

শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান পরিচালনা করি। সারারাত অপেক্ষার পর ভোর ৬টার দিকে রায়মঙ্গল নদীর কচুখালীর চরে বনের ভেতর গাছের সাথে বাঁধা অবস্থায় ভারতীয় গরুগুলো আটক করতে সক্ষম হই।

তিনি আরও জানান, আটক গরুগুলো নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে। এ বিষয় উদ্ধাতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পরপর সফল অভিযানে উপকূলীয় এলাকা জুড়ে প্রশংসা কুড়িয়েছেন তারক বিশ্বাস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: