কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২২, ০৫:২৯ পিএম

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ক্যান্টনমেন্ট এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১৫ আগস্ট রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ক্যান্টনমেন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দূর্গাপুর গ্রামের মৃত আশ্রাব আলী’র ছেলে সুমন সারোয়ার (৪৬); ২। একই থানার মুঘলটুলি গ্রামের মৃত ফজলু মিয়া’র ছেলে শাহজাহান; এবং ৩। বুড়িচং থানার ঘোষনগর গ্রামের মৃত ফরিদ মিয়া’র ছেলে মোঃ উজ্জল (২৮)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: