‘বিএনপি-জামাত রাজপথে আসলে তাদের রাজপথেই মোকাবেলা করা হবে’

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২২, ১২:৫২ পিএম

বিএনপি জামাত রাজপথে আসলে তাদের রাজপথেই মোকাবেলা করা হবে, আওয়ামীলীগের জন্মই হয়েছে রাজপথে কোন ক্যান্টরমেন্টে নয়, খালেদা জিয়া নাকি মুক্তিযোদ্ধা সে কোথায় মুক্তিযোদ্ধা করেছে তা জাতি জানে। দেশের মানুষের উন্নয়নের জন্য কোন কাজ করেনি বিএনপি জামাত, দেশ উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা।

আজ এই বাবুপাড়া ইউনিয়নের সকল সড়ক পাকা করা হয়েছে, মাদ্রাসায় ৪ তলা বিল্ডিং হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ এসবই আওয়ামীলীগ সরকারের অবদান। আজ বিশ্বের সব দেশেই জালানী তেলের দাম বৃদ্ধি পেয়েছে যুদ্ধের কারনে, সাময়িক এ অসুবিধা কেটে যাবে। এটাকে পুজি করে রাজপথে আন্দোলনের হুংকার দিয়ে লাভ নেই, রাজপথ আওয়ামীলীগের দখলেই ছিল আছে থাকবে।

বাবুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন।

বুধবার (১৭ আগস্ট) রাতে বাবুপাড়া ইউনিয়নে পাংশা প্রপ্রার দাখিল মাদ্রাসা মাঠে বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিরুল ইসলাম আমানের সভাপতিত্বে ও বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ফটিক, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সরদার।

এ সময় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোন্দকার সাইফুল ইসলাম (রনো), বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আয়নাল সরদার, পাংশা উপজেলা ছাত্রলীগে সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ,সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল, পাংশা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাকিম সরদার, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল আল মামুনসহ বাবুপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আ.লীগের সভাপতি সাধারণ সম্পাদকগন, ইউনিয়ন পরিষদের সদস্যগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: