সুনামগঞ্জে হিন্দু বাড়িতে ভাংচুর ও আক্রমণের ঘটনায় মামলা, আটক ৩

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২২, ১০:৩৮ পিএম

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মনসা মূর্তি ভাংচুর ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে আক্রমণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঘটনাস্থলে গিয়ে মিনা বেগম, সাগরিকা বেগম ও মাসুক মিয়াকে আটক করে জামালগঞ্জ থানায় নিয়ে আসেন। গত বুধবার রাত সাড়ে ৮টায় জামালগঞ্জ থানাধীন ফেনারবাঁক ইউনিয়নের কামারগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।

এই ঘটনায় আজ বৃহস্পতিবার ফেনারবাঁক ইউনিয়নের কামারগাঁও গ্রামের করুণাসিন্ধু তালুকদারের ছেলে খগেন্দ্র চন্দ্র তালুকদার বাদী হয়ে জামালগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের মৃত কাছন মিয়ার ছেলে আলেকচাঁন মিয়া (৫০) ও তার স্ত্রী মিনা বেগম (৪৫), ছেলে মো. সাকিল মিয়া (২৫), সাজীব মিয়া (২০), হজরত আলীর ছেলে মাসুক মিয়া (৩০), মাসুক মিয়ার স্ত্রী সাগরিকা বেগম (২৭)-সহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়,জামালগঞ্জ থানাধীন ফেনারবাঁক ইউনিয়নের কামারগাঁও গ্রামে গত বুধবার রাত সাড়ে ৮টায় মনসা পূজা ও পাশের বাড়িতে একটি বিয়ে অনুষ্ঠান চলছিল। বিয়ের অনুষ্ঠানে মামলার আসামীরা বাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও তার নিকটাত্মীয়দের নিয়ে মামলার বাদী খগেন্দ্র চন্দ্রসহ বাড়ির অন্যদের উপর আক্রমণ করতে চাইলে সবাই প্রাণভয়ে ঘরে আশ্রয় নেয়। তখন বিবাদীরা জোরপূর্বক ঘরে প্রবেশ করে আসবাবপত্র ও মন্ডপে থাকা মনসা প্রতিমা ভাংচুরসহ তাদেরকে মারধর করে।

এতে রতিন্দ্র তালুকদারের ছেলে দেবেন্দ্র তালুকদার, মৃত মতিলাল সরকারের স্ত্রী মহামায়া, মৃত নিত্যানন্দ মজুমদারের স্ত্রী যশোদা রানী আহত হয়। পরে তারা জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের বলেন, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এটি সাম্প্রদায়িক উস্কানিমূলক কোন ঘটনা নয়। কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে প্রবেশ করে মারধর করার সময় মন্ডপে থাকা মূর্তির একটি হাত ভেঙ্গে যায়। থানার অফিসার ইনচার্জ আরও জানান, এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৯, তারিখ ১৮ আগস্ট ২০২২ইং। ঘটনার সঙ্গে সম্পৃক্ত ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: