নবাবগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২২, ০৭:২৯ পিএম

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান-ঐক্য পরিষদ ও সহযোগী সংগঠন। ঢাকঢোল বাজিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা৷

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে দোহার-নবাবগঞ্জ কলেজ গেইট থেকে শোভাযাত্রাটি চৌরাস্তা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে বাগমারা এসে শেষ হয়৷ পরে, বাগমারা শ্রী শ্রী গৌরঙ্গ মহা প্রভুর আঙ্গিনায় কৃষ্ণ পূজার মধ্য দিয়ে শেষ হয়৷ এরপর প্রসাত বিতরণ করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন, সংগঠনের- নরেশ কুমার হালদার, মধ্যম সিদ্ধা আকাশ, মহোন্ত কুমার হালদার, দিলীপ কুমার মন্ডল, অনুপম দত্ত নিপু, অসীম বিশ্বাস, রিমন দাশ, শুভজিৎ সরকার, অর্জুন দাশ, অজিত সরকার টিপু, সনদ চক্রবর্তী, বিকাশ মন্ডল, রিপন মল্লিক, অভিজিৎ সাহা, সবুজ সরকার, আপন মন্ডল, মিঠুন চক্রবর্তী প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: