পদ্মা সেতু লিংক রেল লাইন বসানোর কাজ শুরু

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২২, ০৩:৫৮ পিএম

পদ্মা সেতু লিংক রেলওয়ের ভাঙ্গা প্রান্তের জংশনে রেলওয়ের কাজের উদ্বোধন করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (২০ আগস্ট) বেলা ২ টার দিকে ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় রেলওয়ে জংশন ফিতা কেটে কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এই সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ভাঙ্গা থেকে পদ্মা সেতুর জাজারি প্রান্ত পর্যন্ত আগামী ১ মাসের মধ্যে কাজ শেষ করা হবে। এছাড়া কাজের অগ্রগতি ঠিকমতো হওয়ার কারনে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তিনি আরো বলেন, আগামী ২৩ সালের ২৩ জুন ঢাকা পর্যন্ত রেলওয়ে কাজ শেষ হবার আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ভাঙ্গা থাকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের দুরুত্ব মাত্র ২৮ কি. মি. উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চীপ কো অডিনেটর মোঃ জাহিদ হোসেন, সেনাবাহিনীর বিভিন্ন অফিসার রেলওয়ে নির্মাণ কাজের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃজিয়ারুল ইসলাম প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: