ইবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২২, ০৪:১৯ পিএম

আবু হুরাইরা, ইবি থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনে মোট ১৪৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৪০৪ জন যা মোট পরীক্ষার্থীর ৯৪.৪২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৮৩ জন পরীক্ষার্থী।

পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) এইচ .এম. আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানসহ পরিদর্শন টিমের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, 'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শেষ হলো। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ২৭ আগস্ট 'ডি' ইউনিটের ও ২৮ আগস্ট শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: