কক্সবাজারে ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২২, ০৯:৪১ পিএম

কক্সবাজারের বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকাল ও সন্ধ্যার দিকে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের দুটি ভিন্ন স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া এফবি মায়ের দোয়ার মালিক জাকের হোসেন এই তথ্য জানান।

এ ঘটনায় নিহতরা হলেন, আবু তৈয়ব ও সাইফুল ইসলাম। আবু তৈয়বের বাড়ি কক্সবাজার শহরের জেলগেট ও সাইফুল ইসলামের বাড়ি সদরের খুরুশ্কুলে হামজার ডেইল।

শুক্রবার দুপুরে বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামের বোটটি। পরে বিভিন্নভাবে খোঁজ করে ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলো ২ জন। নিখোঁজদের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়। এদের একজনকে সোনাদিয়া দ্বীপ ও অন্যজনের লাশ মহেশখালীর গোরকঘাটা চরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: