দাম কমলো ডিজেল-অকটেন ও পেট্রোলের

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২২, ০৭:১৩ পিএম

দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রাত থেকেই এই মূল্য কার্যকর হবে। এই বিষয়ে কিছুক্ষণের মাঝেই প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে বৃদ্ধি পেয়েছিলো  জ্বালানি তেলের দাম। চলতি মাসের ৫ আগস্ট রাত ১০টার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন দাম অনুযায়ী- প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছিলো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: