নোয়াখালীতে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২২, ০২:২৩ পিএম

নোয়াখালীতে দাবা ফেডারেশন আয়োজনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যতিক্রমী এক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় এ খেলা উদ্বোধন করেন নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোর্তাহীন বিল্লাহ, সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা উর্ধ্বোতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, খেলায় অংশগ্রহণে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, স্কুল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

এ সময় নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম বিডি২৪লাইভকে বলেন, কৌশল আর বুদ্ধিমত্তার ভালো মাধ্যম দাবা খেলা।দাবা খেললে কোমলমতি ছাত্র-ছাত্রীরা বুদ্ধিবৃত্তি বিকশিত হবে যা ভবিষ্যতে চিন্তা ভাবনার ক্ষেত্রে কাজে দেবে। দাবা খেলায় আইকিউ স্কোর বাড়ে। আইকিউ হলো বুদ্ধিবৃত্তিক পর্যায় পরিমাপ করার একটা মাপকাঠি। এ খেলা স্মৃতিশক্তি ও সৃজনশীল চিন্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের সামাজিক আচরণেও বেশ ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে দাবা খেলা।

উল্লেখ্য, দাবা খেলায় এ প্রতিযোগিতায় জেলার ৮ উপজেলার ৩০ টি বিদ্যালয়ের ৬২ টি দলের ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দুদিনব্যাপী প্রতিযোগিতার আগামীকাল শেষ দিন বিজয়ী তিনটি দলকে পুরষ্কৃত করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: