পঞ্চগড়ে দোকানে চার প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

পঞ্চগড় বাজারের চার প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, বাসি পচাঁ খাবার ফ্রিজে রাখা, দূর্গন্ধ যুক্ত বাসি পচাঁ মিষ্টি বিক্রি, মিষ্টিতে পোঁকার উৎপাত, নষ্ট দই বিক্রি সহ বেশ কয়েকটি অভিযোগে জরিমানা করা হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকার আল বাইক ফুড বেকারী এন্ড ফাস্টফুড গেল কয়েকদিন আগে পঞ্চগড় শহরের একটি প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে বাসি পচাঁ মিষ্টি বিক্রি করে। পরে প্রতিষ্ঠানটি পঞ্চগড় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসে অভিযোগ দায়ের করে। অভিযোগের সত্যতা মেলায় মঙ্গলবার বিকেলে আল বাইক ফুড বেকারী এন্ড ফাস্টফুডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, বাসি পচাঁ খাবার ফ্রিজে রাখা, দূর্গন্ধ যুক্ত বাসি পচাঁ মিষ্টি বিক্রি, মিষ্টিতে পোঁকার উৎপাত, নষ্ট দই বিক্রি সহ বেশ কয়েকটি অভিযোগে একই আইনে পাবনা সুইটসকে ১০ হাজার টাকা, এনায়েতপুর সুইটসকে ৫ হাজার টাকা এবং বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল আল মামুন কাউসার শেখ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ইয়ামিন হোসেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সোলেমান আলী, পঞ্চগড় পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর হুমায়ূন কবীর, পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ সহ সদর থানা পুলিশ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ হোসেন বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি সহ বেশ কয়েকটি অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: