মেয়েটির নাম রাখা হয়েছে হাসিনা

ঘড়ির কাটায় রাত তখন তিনটা। ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ এক প্রসুতি মা রক্তের অভাবে মৃত্যুর মুখামুখি হন। কিন্তু কোনওভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিল না তার পরিবার। ঠিক সেই সময় কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মী প্রসুতি মাকে রক্ত দেন। সেই ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে থাকা প্রসুতি মা তার মেয়েটির নাম রেখেছেন ‘হাসিনা’।
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক বলেন, রক্ত ছাড়া প্রসুতিকে বাঁচানো সম্ভব নয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গরীব অসহায় রোগীর পরিবারকে তখন সবাই ছাত্রলীগের ভার্চুয়াল ব্ল্যাড ব্যাংকের কথা জানায়। পরিবারটি যোগাযোগ করে ছাত্রলীগ ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কর্মীদের সঙ্গে। ওই রক্তের গ্রুপ কার আছে তা জানতে রাত জেগে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করে। অবশেষে তারা খুঁজে পান কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মীকে। ভোর রাতে ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে উঠেন সেই মা। জন্ম দেন কন্যা শিশুর। আনন্দ অশ্রুজলে সিক্ত সেই বাবা-মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কন্যার নাম রাখেন ‘হাসিনা’। তাদের চোখেমুখে খুশির ঝলক। ঢাকা মেডিকেলে মা শিশু দু’জনই ভালো আছেন।
এসময় শিশুর বাবা-মা বলেন, আমাদের মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শ নিয়ে এইভাবে মানুষের জন্য কাজ করবে।
ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন গণমাধ্যমকে জানান, আমাদের সেই কর্মীর কাছ থেকে আমরা তাকে রক্ত ম্যানেজ করে দিই। উনারা খুশি হয়ে আমাদের নেত্রীর নামে তাদের সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের নাম রেখেছেন ‘হাসিনা’।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: